শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা
শরতের কবিতা-১৪২৮ (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের আগমনে শিউলি ফুটেছে বনে
পূবদিকে সোনা রবি উঠে,
হিমেল পরশ লাগে হৃদয়ে পুলক জাগে
কাননে কুসুম কলি ফুটে।


কাজল দিঘির জলে মরাল মরালী খেলে
মেতে উঠে মধুর মিলনে।
দিঘিঘাটে দূর্বাঘাসে শিশিরের বিন্দু হাসে
প্রভাতের রবির কিরণে।


অজয়ের নদীবাঁকে মহুলের বন থাকে
নদীঘাট দূরে গ্রাম ছাড়ি,
রাঙাপথে তরুশাখে প্রভাত পাখিরা ডাকে
সারিসারি চলে গরুগাড়ি।


অজয়ের নদীচরে সোনা ঝরা রোদ ঝরে
নদীঘাটে যাত্রীদের ভিড়,
অজয়ের দুইকূলে শোভা দেয় কাশফুলে
মনোরম অজয়ের তীর।


সন্ধ্যা হলে তারা ফুটে পূর্ণিমার চাঁদ উঠে
শারদ পূর্ণিমা যবে আসে,
অজয়ের নদীজল বয়ে চলে অবিরল
জোছনায় নদীচর হাসে।