শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে
শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের সাদামেঘ পুঞ্জে পুঞ্জে ভাসে,
প্রভাতের সোনারবি পূরবেতে হাসে।
শিউলি ফুটিল মেলা, ফুটেছে টগর,
মাধবী মালতী যুঁথী শোভা মনোহর।


তরুশাখে পাখিসব করে কোলাহল,
বধূরা কলসী কাঁখে নিয়ে যায় জল।
শিশিরের বিন্দু ঝরে ঘাসের আগায়,
প্রভাতের সোনারোদ ঝরে আঙিনায়।


গাঁয়ের পথের ধারে তাল ও সুপারি,
লম্বা লম্বা বাঁশগাছ শোভা দেয় ভারি।
রাঙাপথ চলে গেছে সোজা নদীঘাট,
দুই ধারে আছে তার সবুজের মাঠ।


রাখালের বাজে বাঁশি রাখালিয়া সুরে,
গগনেতে শঙ্খচিল পাখা মেলে উড়ে।
কমল শালুক ফুলে  ভরা সরোবর,
শরতের সোনা রোদ শোভা মনোহর।