শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে
শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শারদপ্রভাতে আজি নির্মল আকাশ,
মৃদু মন্দ সুশীতল বহিছে বাতাস।
সোনাঝরা রোদ ঝরে সরু রাঙাপথে,
গাঁয়ের বধূরা জল আনে নদী হতে।


শারদ শিশিরে সিক্ত শিউলিরা ঝরি,
ফুল শাখা হতে ভূমে যায় গড়াগড়ি।
ফুটেছে টগর জুঁই মাধবী মালতী,
স্বর্ণচাঁপা কেয়াফুল অপরূপ অতি।


অজয়ের নদীঘাটে শোভা দুইকূলে,
দুই ধারে কাশবন ভরা কাশফুলে।
অজয় নদীর চরে শালিকের দল,
চরে বসে সারাদিন করে কোলাহল।


সন্ধ্যায় আরতি হয় দেবীর মন্দিরে,
সন্ধ্যাদীপ হয় শুরু প্রতি ঘরে ঘরে।
সাঁঝের সানাই বাজে আগমনী সুর,
সেই সুর শুনে লাগে অতি সুমধুর।