শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা
শরতের কবিতা-১৪২৮ (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতে সবুজ খেতে ভোরের হাওয়া মেতে
মৃদু মন্দ সমীরণ বয়,
শরতের রবি উঠে ফুলের কলিরা ফুটে
বনে অপরূপ শোভা হয়।


শিশির ঝরানো ঘাসে মুক্তা সম বিন্দু হাসে
শরতের সোনারোদ ঝরে,
সরোবরে পদ্ম ফুটে পূবে লাল রবি উঠে
অলিদল গুন গুন করে।


অজয়ের নদীচরে অপরূপ শোভা ধরে
দুই তীরে শোভে কাশফুল,
অজয় নদীর চরে শালিকেরা খেলা করে
কাশফুলে ভরা দুই কূল।


শাল পিয়ালের বনে গায় সাঁওতালগণে
মাদলের তালে বাঁশি বাজে,
আদিবাসী রমণীরা নাচে হয়ে আত্মহারা
খোঁপায় ফুলের মালা সাজে।


সাঁঝের আঁধার নামে দূরে বাঁশতলা বামে
ঝোঁপেঝাড়ে জোনাকিরা জ্বলে,
ফুটফুটে জোছনায় নীল আকাশের গায়
চাঁদ আর তারা কথা বলে।