শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ
শরতের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরৎ এসেছে গগনে হেসেছে
শরতের সোনা রবি,
ফুটেছে শিউলি টগর ও বেলি
হেরি অপরূপ ছবি।


আঙিনার পরে সোনা রোদ ঝরে
ছোটশিশু হাসে খেলে,
সুনীল আকাশে সাদা মেঘ ভাসে
চিল উড়ে পাখা মেলে।


রাঙাপথ বাঁকে টিয়া ঝাঁকে ঝাঁকে
সারাদিন করে খেলা,
শালিকের দল করে কোলাহল
পড়ে আসে যবে বেলা।


অজয়ের চরে বেলা আসে পড়ে
সূর্য যায় অস্তাচলে,
লোহিত বরণ সোনার কিরণ
ঝরে অজয়ের জলে।


সাঁঝের আকাশে লক্ষ তারা হাসে
চাঁদ উঠে মাঝরাতে,
শুভ্র জোছনায় মিটি মিটি চায়
রাত জাগে একসাথে।