শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ
শরতের কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আসিল শরৎ আজি উঠিল কাঁসর বাজি
ঢাকঢোল বাজিছে মন্দিরে,
পূজাপূজা গন্ধ ভাসে সাদামেঘ নীলাকাশে
কাশবন অজয়ের তীরে।


ফুটিল শিউলি যত টগর মল্লিকা শত
মাধবী মালতী আঙিনায়,
শরতের রং লাগে হৃদয়ে পুলক জাগে
তরুশাখে পাখি গীত গায়।


গাঁয়ের পথের ধারে বক বসে সারে সারে
কাজল দিঘির জল কালো,
কচুরিপানায় ভরা অপরূপ মনোহরা
সূর্যের কিরণে লাগে ভালো।


অজয়ের নদীবাঁকে পিয়ালের বন থাকে
শালবনে কে বাঁশি বাজায়?
অজয়ের নদীচরে একতারা হাতে ধরে
বাউলেরা সুরে গান গায়।


জোছনায় নদীজল বয়ে চলে কল কল
পূর্ণিমার চাঁদ রাতে উঠে,
দেবীর মন্দির মাঝে শঙ্খ ঘন্টা ঢাক বাজে
গগনেতে লক্ষ তারা ফুটে।