শরতের আগমনী ............. দেবী দুর্গার আবাহনী
শারদীয়া দুর্গাপূজার কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


দেবী দুর্গা এসো মাগো শারদ প্রভাতে জাগো
এসো মাগো এই বসুধায়,
পূজার সময় আসে পূজা পূজা গন্ধ ভাসে
নীল আকাশের আঙিনায়।


ফুটিল শিউলি ফুল টগর বেলি বকুল
ফুলের সুগন্ধে আসে অলি,
সরোবরে বিকশিত শতদল প্রস্ফুটিত
ফুটিল শত কমল কলি।


শিশিরের বিন্দু ঝরে সবুজ ঘাসের পরে
পূবেতে উঠিল সোনা রবি,
অজয়ের দুইকূলে ভরে আছে কাশফুলে
শরতের অপরূপ ছবি।


ডাকি মাগো বর্ষ ধরে এসো মা ধরার পরে
ডাকি মাগো তোমা বারেবার,
দুঃখকষ্ট সব নাও সুখ দাও শান্তি দাও
সুখী হোক সব পরিবার।


রচিয়া প্যাণ্ডেলমালা রাখিয়া বরণ ডালা
সকলেই করিছে আহ্বান,
দেবী দুর্গা দশভূজা সকলেই করে পূজা
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।