শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা
শরতের কবিতা-১৪২৮ (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শিশিরে ঝরানো শারদ প্রভাতে
শরতের রবি হাসে,
নিশির শিশির ঝরে ঝির ঝির
কচি কচি দূর্বাঘাসে।


শিউলির বনে ফুটিল শিউলি
টগর ফুটিল কত,
মাধবী মালতী মল্লিকা ও যুঁথী
ফুটে আছে শত শত।


কুসুম কাননে ফুল শাখে শাখে
ফুটে আছে ফুলকলি,
কমল কাননে মধু আহরণে
ছুটে আসে যত অলি।


শরতের রোদ করে ঝলমল
পাখি ডাকে গাছে গাছে,
তালদিঘি পাড়ে ঝোপে আর ঝাড়ে
কেয়াফুল ফুটে আছে।


অজয়ের চরে সারাদিন ধরে
নাচে শালিকের দল,
কাশফুলে ভরা অজয়ের কূল
বয়ে চলে কল কল।