শরতের আগমনে ........প্রকৃতি সেজেছে অপরূপা
শরতের কবিতা- ১৪২৮ (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের আগমনে শিউলি ফুটেছে বনে
কেয়াফুল ফুটে ঝোপেঝাড়ে,
প্রভাতপাখিরা ডাকে সবুজ তরুর শাখে
গাঁয়ের কাজল দিঘি পাড়ে।

বাড়ির আঙিনা পরে নিশির শিশির ঝরে
পূরব গগনে উঠে রবি,
ছোট ছোট ধানগাছে খেতমাঠ ভরে আছে
মনোহর শরতের ছবি।


এ গাঁয়ের রাঙাপথে দূর্বাদল বৃন্ত হতে
শিশিরের বিন্দু যবে ঝরে,
রবির কিরণ লাগে দূর্বাদল বৃন্ত জাগে
সোনাসম ঝিকিমিকি করে।


অজয়ের নদীচরে সোনা ঝরা রোদ ঝরে
দুইকূল কাশফুলে ভরা,
শরতের নীলাকাশে সাদামেঘ ভেসে আসে
অপরূপ লাগে বসুন্ধরা।


মাঠে মাঠে সোনা ধান পুলকিত হয় প্রাণ
রাখাল বাজায় বাঁশি দূরে,
ঢাকঢোল কাঁসি বাজে গাঁয়ের মন্দির মাঝে
আগমনী গান বাজে সুরে।