শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা
শরতের কবিতা-১৪২৮ (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


হিমের পরশ লাগে হৃদয়ে পুলক জাগে
শরতের রবি দেয় উঁকি,
শারদ প্রভাত বেলা শিউলি ফুটিল মেলা
ফুটিল টগর, সূর্যমুখী।


মাধবী মল্লিকা বেলি হাসিছে পাপড়ি মেলি
ফুলকলি ফুটে বনে বনে,
ফুলের সৌরভ ভাসে অলিদল ধেয়ে আসে
পুঞ্জে পুঞ্জে কুসুম কাননে।


মাটির উঠোন পরে সোনা ঝরা রোদ ঝরে
সকালে শিশির ঝরে ঘাসে,
সবুজ প্রকৃতি আজি অপরূপা রূপে সাজি
শারদ প্রভাতে রবি হাসে।


কচি ধানে ভরা মাঠ দূরে অজয়ের ঘাট
রাঙাপথে চলে গোরুগাড়ি,
যাত্রীসব নেমে পড়ে পুনরায় যাত্রী চড়ে
ফিরে আসে নদীঘাট ছাড়ি।


সবুজ ধানের খেতে মুক্ত বায়ু উঠে মেতে
হাওয়ায় দোলে কচি ধান,
শুনি বাঁশি বাজে দূরে রাখালিয়া মেঠো সুরে
মেতে উঠে সবাকার প্রাণ।