শরতের আগমনে            নীল নভঃ গগনে
          সাদা মেঘ ভেসে ভেসে যায়,
সকালে সোনার রবি          পূবপানে দেয় উঁকি
          সোনালী রোদ ঝরে আঙিনায়।


টগর বকুল কলি          ফুটেছে শিউলি বেলি
          মাধবী মালতী ও অপরাজিতা,
অজয় নদীর কূলে        কাশবনে ফুলে ফুলে
          নদীকূল অপরূপরূপে সুসজ্জিতা।


সরোবরে শতদল        ধেয়ে আসে অলিদল
         ফুলে ফুলে গুঞ্জন করে অবিরল,
সবুজ ধানের খেতে      সমীরণ উঠে মেতে
          সরোবরে বিকশিত কুসুমকমল।


মন্দিরে সকালসাঁঝে      কাঁসর ঘন্টা বাজে
         বেজে ওঠে জয়ঢাক উচ্চকলরবে,
শরতের দিবসেতে          সকলে খুশিতে মাতে
         পূজার গন্ধ বাতাসে ভাসে ভবে।