শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ
শরতের কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আকাশে বাতাসে শুধু ভেসে আসে
নব আগমনী গান,
শরত এসেছে কুসুম ফুটেছে
মধুকর ভ্রাম্যমান।


ফুটিল সকলি কুসুমের কলি
ধেয়ে আসে অলিগণ,
আসিল ভ্রমর মত্ত মধুকর
মধু করে আহরণ।


তরুর শাখায় পাখি সব গায়
হাসে শরতের রবি,
গাঁয়ে চারিভিতে সবুজের খেতে
দেখি যে সবুজ ছবি।


পদ্ম-দিঘি জল করে ঝলমল
রাজহাঁস জলে চরে,
ফুটে শতদল সহস্র কমল
অপরূপ শোভা ধরে।


যেদিকে তাকাই দেখিবারে পাই
সবুজের অভিযান,
অজয়ের চরে সোনা রোদ ঝরে
বাউলেরা গায় গান।