শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই
চতুৰ্থ পর্ব শীতের কবিতা-৪
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


পূবেতে অরুণ উঠে
ফুলবনে ফুল ফুটে,
আসে এক শীতের সকাল,


রাত কাটে ভোর হয়,
শীতল সমীর বয়,
রাঙা পথে চলে গরুপাল।


কুয়াশায় মুখ ঢাকা,
সোনালী কিরণ মাখা,
পূবেতে অরুণ রবি হাসে।


খেজুরের রস ফুটে,
চারিদিক মেতে উঠে,
নলেন গুড়ের গন্ধ ভাসে।


ছোট ছোট পাখিসব
তুলে নানা কলরব,
কিচির মিচির সুর তুলে।


রাঙাপথে সারি সারি
চলিছে গরুর গাড়ি,
এসে থামে অজয়ের কূলে।


চলে মালী ফুলবাগে,
শীতের আমেজ লাগে
ফুল তুলে বাড়ি ফিরে যায়।


শীতের সকাল হলে
কাঠের আগুন জ্বলে,
বসে সবে আগুন পোহায়।