শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই
পঞ্চম পর্ব শীতের কবিতা-৫
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী



শীত এলো রে, ওরে ভাই
শীত এলো রে!
ভোর হলো দোর আজি নাহি খোলো রে!
শীত এলো রে!


বেণুবনে কাক ডাকে কা কা কা,
গুপি তার গলা সাধে সা রে গা,
পূবের গগনে দেখো রবিমামা উঠিলো রে!
শীত এলো রে, ওরে ভাই
শীত এলো রে!


ফুলের বনে ফুল কলিরা জাগে,
পাপড়ির গায়েগায়ে শীত লাগে,
ফুলের পরাগ মেখে অলিরা গুঞ্জরিলো রে!
শীত এলো রে, ওরে ভাই
শীত এলো রে!


পথের ধারেতে দেখি পাড়ার ছেলে
আগুন পোহায় সবে আগুন জ্বেলে,
যেতে হবে পাঠশালে চলো, দেরি হলো রে!
শীত এলো রে, ওরে ভাই
শীত এলো রে!


অজয়ের নদীকূলে হিমেল হাওয়া বয়,
কুলু কুলু বহিছে নদী কত কথা কয়।
নদীকূলে কেহ নাই হাওয়া বয় এলোমেলো রে!
শীত এলো রে, ওরে ভাই
শীত এলো রে!


শীত এলো রে, ওরে ভাই
শীত এলো রে!
ভোর হলো দোর আজি নাহি খোলো রে!
শীত এলো রে!