শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই
ষষ্ঠ পর্ব শীতের কবিতা-৬
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী



শীতের রাতে ঘুম আসে না
                 বিছানায় জড়োসড়ো,
লেপ তোষক কম্বল আর
                 কাঁথা নিয়ে শুয়ে পড়ো।


দরজায় এঁটে দাও খিল,
করো নাকো কোন গোঁজামিল,
ফাঁক নাহি থাকে একতিল,
                  জানালাটা বন্ধ করো।


শীতের রাতে কুকুরগুলো,
বেজায় রকম ডাকছিলো,
তাই না শুনে বিড়াল হুলো,
                  ভয় পেয়েছিলো বড়ো।


পাহারাওয়ালা লাঠি হাতে
                    সেথা এসে হলো জড়ো।
লেপ তোষক কম্বল আর
                    কাঁথা নিয়ে শুয়ে পড়ো।


গভীর রাতে শেয়াল ডাকে,
দূরে অজয় নদীর বাঁকে,
শাল পিয়াল বনের ফাঁকে
                    ঝিঁঝিঁরা ডাকে কেমনতরো?


সকাল হলো এবার উঠো
                   এখনো কি জড়োসড়ো?
ভোর হয়েছে সকাল হলো
                    চায়ের জল গরম করো।