শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই
সপ্তম পর্ব শীতের কবিতা-৭
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


কুয়াশায় ঢাকা হিমেল চাদরে
                      দেখিনা তো মুখ রবির,
ঠাণ্ডায় বরফ কবিতার পাতা
                      লেখনী চলে না কবির।


ফুলবনে কাঁপে ফুল,
জবা ফুল চাঁপা ফুল,
শূণ্য হেরি নদীকূল,
                    কাঁপে অজয় নদীতীর,
কুয়াশায় ঢাকা গ্রামটি মোর
                    ছায়া শীতল সুনিবিড়।


শীত এলে লাগে ভয়,
হিমেল হাওয়া বয়,
শীত সহ্য নাহি হয়,
                     তৃণদলে ঝরে শিশির।
তালবন কাঁপে শীতের রাতে
                     বাদল ঝরে ঝিরঝির।


শীত এলো, এলো ভাই,
শীতে কাঁপে রাঙীগাই
চলো, আগুন পোহাই,
                      ঠাণ্ডায় কাঁপছে শরীর।
শিশিরে ভেজানো শিল্লীর তুলি
                      আঁকে জলছবি গম্ভীর।


কুয়াশায় ঢাকা হিমেল চাদরে
                       দেখি না তো মুখ রবির,
ঠাণ্ডায় বরফ কবিতার পাতা
                       লেখনী চলে না কবির।