শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই
নবম পর্ব শীতের কবিতা-৯
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


নদীর ধারে পথের বাঁকে
শাল পিয়াল বনের ফাঁকে
সূর্য যখন ওঠে আকাশ চিরে,


ঘন কুয়াশায় মুখ ঢেকে,
রোদ উঠেছে এঁকে বেঁকে,
দূরে ওই অজয় নদীর তীরে।


তাল খেজুরের সারি সারি,
ছুটছে জোরে গরুর গাড়ি
মেঠো পথে চলছে পথিক একা।


আজ মঙ্গলবারের হাটে,
সবাই চলে নদীর ঘাটে,
হাটের মাঝে হবে সবার দেখা।


কুমোর আনে মাটির হাঁড়ি,
তাঁতীরা আনে গামছা শাড়ি,
মাথায় বোঝা হাটুরে সব চলে।


হাট বসেছে মঙ্গলবারে,
অজয় ঘাটে নদীর ধারে
ঘাট ভরে চিত্কার কোলাহলে।


নদীর ঘাটে বিকেল হলে,
হাটুরেরা সব ঘরে চলে,
ভাঙা হাট কাঁপে ঠাণ্ডা হাওয়ায়।


সাঁঝের বেলা আঁধার রাতে,
থাকে না কেউ নদীর ঘাটে,
অজয় নদী একেলা বয়ে যায়

দারুণ শীত এলো জাঁকিয়ে,
সারা শরীর দিল কাঁপিয়ে,
শীতে ভাই চাই কাঠের আগুন;


শীতে বয় হিমেল হাওয়া,
রাতে মানা বাইরে যাওয়া,
জানালা দরজা বন্ধ করে থাকুন।