শান্তির ঘুম শ্মশানঘাটে
        -লক্ষ্মণ ভাণ্ডারী


শ্মশানে আছে শান্তি রে মন
কাঁদিস নারে মন,
যাবি যেদিন শ্মশান ঘাটে
কাঁদবে আপনজন।


কপালে চন্দনের ফোঁটা আর
নয়নে দেবে তুলসীপাতা,
আত্মীয় স্বজন কাঁদবে সেদিন
কাঁদবে রে তোর মাতা।


যে ঘুম আসে না পাখার হাওয়ায়
নরম বিছানায় শুয়ে,
আসে নাকো ঘুম রাতের বেলায়
ঘুমের ওষুধ খেয়ে।


শান্তির ঘুম ঘুমোবে যেদিন
সে ঘুম তো ভাঙবে না।
বৃক্ষ খচিত পালঙ্ক তোমার
মৃত্যুর পরে থাকবে না।


শ্মশানে হবে শেষ বিছানা
সে ঘুম কভু ভাঙবে না।
লক্ষ্মণ বলে শোন রে মানুষ
শ্মশান শেষের ঠিকানা।