শারদ অর্ঘ- ১৪২৬ কবিতা সংকলন
আগমনী কাব্য-১


                     কবি-লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের আকাশেতে সাদা মেঘ উড়ে,
রাখালিয়া সুরে বাঁশি বাজে মিঠে সুরে।
কমল কাননে ফুটে কুমুদ কমল,
শরতের সোনা রোদে করে ঝলমল।


কচি কচি ধান গাছে শোভা মুগ্ধকর,
ঘুঘুপাখি আসে উড়ে পাখা করি ভর।
পাশ দিয়ে আলপথ চলে আঁকা বাঁকা,
রাঙাপথে এসে মিশে ঘাস দিয়ে ঢাকা।


শরতের সোনা রোদ পড়ে আসে যবে,
ধান খেত হতে চাষী ফিরে আসে সবে।
পশ্চিমের পানে হেরি অস্তাচলে রবি,
অজয়ের চরে হেরি অপরূপ ছবি।


কাশফুলে দুই কূলে শোভা মনোহর,
সাঁঝের আঁধারে হাসে অজয়ের চর।