শিক্ষক দিবসের কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শিক্ষার আলোক তুমি শিক্ষার জগতে,
জ্ঞানের বর্তিকা তুমি সেই জানে চিত্তে
অজ্ঞান যে। হে শিক্ষক, জ্ঞানদাতা তুমি
তব করুণায় জ্ঞান, লভিয়াছি আমি।


শিক্ষার প্রদীপ তুমি জ্বালিয়াছ আলো,
শিখেছি বুঝেছি যত সবকিছু ভালো।
তব আশীর্বাদে আমি বিদ্যাভ্যাস করি,
তোমার দয়ার দানে ভাসালাম তরী।


বন্দিব আচার্য্য আজি তব শ্রীচরণ,
জানাই বিনতি শ্রদ্ধা করিনু জ্ঞাপন।
যা কিছু সকলি মম সব তব দান,
তব শ্রীচরণে আজি জানাই প্রণাম।


শিক্ষক দিবস আজি, তাই জোড় করে,
হে শিক্ষক! শিক্ষাদাতা প্রণমি তোমারে।


=========================


শিক্ষক দিবসের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজ্ঞান অন্ধকার ঘুচায়ে যিনি,
জ্ঞানের আলোক করেন দান।
শিক্ষাগুরু তিনি বরণীয় তিনি,
তাঁহারে জানাই সহস্র প্রণাম॥


শিক্ষার প্রদীপ জ্বালিয়াছ তুমি,
সবাকারে করিয়াছ শিক্ষাদান।
হে শিক্ষক! শিক্ষাদাতা যে তুমি,
তোমারে জানাই সশ্রদ্ধ প্রণাম॥


হে শিক্ষাচার্য্য! তুমি যে মহান,
তুমি শিক্ষাদাতা তুমি শিক্ষাগুরু!
তব আশীষ মম মস্তকেতে লয়ে
জীবনে চলার পথ হউক শুরু॥


হে শিক্ষক! হে বীর কর্মী মহান,
তব শ্রীচরণে মোর সহস্র প্রণাম।
লিখিল লক্ষ্মণকবি তার কবিতায়,
তুমি আচার্য্য মম প্রণমি তোমায়॥


=========================


শিক্ষক দিবসের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


হে শিক্ষক! শিক্ষাচার্য্য তুমি শিক্ষাগুরু,
তব আশীর্বাদে মম যাত্রা পথ শুরু।
জ্ঞানের প্রদীপ তুমি অজ্ঞান আঁধারে,
সর্বত্র পূজিত তুমি বসুধা মাঝারে।


তব কৃপাবলে আমি লভিয়াছি শিক্ষা,
জ্ঞানমন্ত্রে গুরু তুমি দিলে মোরে দীক্ষা।
অজ্ঞান আঁধারে তুমি দেখালে যে পথ,
সেই পথে চলিবারে নিলাম শপথ।


হে আচার্য্য! শিক্ষাদাতা কর শিক্ষাদান,
জগতে পূজিত তুমি দেবতা সমান।
আরাধ্য দেবতা মম, তুমি বসুধায়,
লভিয়াছি সর্বশিক্ষা, তব করুণায়।


শিক্ষক দিবসে আজি পূণ্য শুভক্ষণে,
সহস্র প্রণাম মোর তব শ্রীচরণে।


=========================


শিক্ষক দিবসের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


প্রণমি তোমায় প্রভু তুমি ভুলিতে না পারি কভু
তুমি প্রভু জগতের সার,
প্রভু তুমি দেবসম আরাধ্য দেবতা মম
প্রণমি তোমায় বারে বার।


অজ্ঞানতা অন্ধকার মুছায়ে দেহ আমার
জ্ঞানের আলোক কর দান,
জ্ঞানের আলোক লয়ে জ্বালাও মম হৃদয়ে
উজলিত হোক মম প্রাণ।


তুমি মম শিক্ষাগুরু যাত্রাপথ হল শুরু
তব আশীর্বাদ শিরে ধরি,
লভিলাম এই শিক্ষা তব মন্ত্রে লয়ে দীক্ষা
নিরন্তর বিদ্যাভ্যাস করি।


শিখিয়াছি এই জ্ঞান করিব না অসম্মান
সম্মান রাখিব সবাকার,
শুভ আশীর্বাদে তব জীবনেতে বড় হব
এই হোক দৃঢ় অঙ্গীকার।


শিক্ষক দিবসে তাই তব জয়গান গাই
দিকে দিকে শুনি তব নাম,
আজি পূণ্য শুভক্ষণে প্রভু তব শ্রীচরণে
কোটি কোটি জানাই প্রণাম।


=========================


শিক্ষক দিবসের কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


(কবিতাটি কবির পাঠ্যজীবনে লেখা। বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় শ্রীযুক্ত গোপাল চন্দ্র আচার্য্য মহাশয়ের বিদায়-সম্বর্ধনা সভায় কবি কণ্ঠে আবৃত্তি করা হয়েছিল। আজ মহান শিক্ষক দিবসে কবিতাটি পুনরায় প্রকাশিত হলো।)


শিক্ষার আলোক তুমি শিক্ষার জগতে,
জ্ঞানের প্রদীপ তুমি সেই জানে চিত্তে
অজ্ঞান যে। হে শিক্ষক! শিক্ষাদাতা
তব করুণায় অজ্ঞান জনের জ্ঞান
বৃদ্ধি হয় দিনে দিনে। প্রণমি তোমায়
হে আচার্য্য! তব আশীর্বাদ শিরে ধরি।
যাত্রাপথ হল শুরু মোর। লভিলাম
সর্বশিক্ষা নিরন্তর বিদ্যাভ্যাস করি।
যেমতি সজ্জিত নব কিশলয় রাজি
করয়ে আশ্রয় বৃক্ষ ক্ষণিকের তরে
তেমতি মোরা সকলে ছাত্রছাত্রী যত
বৃক্ষসম করেছিনু আশ্রয় তোমায়।
কিন্তু আজি সমস্বরে জিজ্ঞাসি তোমায়
তবসৃষ্ট বিদ্যাভুমি শোকেতে ত্যজিয়া
বিচরিবে অন্যস্থানে একাকী অযথা।
যাও তবে। কাল পূর্ণ হইয়াছে আজি
আসিয়াছে সন্ধ্যা তব জীবন মাঝারে।
করিয়া মিনতি পুনঃ পূণ্য যাত্রাপথ
অশ্রুসিক্ত করিব না আর। হে শিক্ষক!
শিক্ষাদাতা, হে আচার্য্য! প্রণমি তোমারে।
=========================


1. প্রিয় শিক্ষক, আমাকে জীবনের প্রতিটি পদে এতখানি উৎসাহিত করার জন্য আমার পাশে থাকার জন্য আর আমাকে ভরসা দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ আমি। আপনার বৃহত্তর আস্থার কারণেই আমি এতখানি আসতে পেরেছি। আজ শিক্ষক দিবসে আপনাকে নতজানু হয়ে প্রণাম করি।


2. আপনি এই বিশ্বে আমার সবচেয়ে প্রিয় শিক্ষক। আমার উপর এতখানি বিশ্বাস রেখেছেন আপনি, আপনার ভরসার কারণেই আমি এতখানি পথ আসতে পেরেছি।


3. আপনার শিক্ষা কেবল ক্লাসে সীমাবদ্ধ নয়, আমাদের জীবনের প্রতিটি ধাপে আমাদের সাহায্য করেছে আপনার শিক্ষা। এমন শিক্ষক পেয়ে আমি গর্বিত!


4. ধৈর্য এবং উদারতা সঙ্গে, আপনি সবচেয়ে জটিল তত্ত্ব সহজ করে বুঝিয়ে দিয়েছেন আমাকে। আপনার মত শিক্ষক পেয়ে আমার জীবন সার্থক।


5. আপনার শিক্ষার আলো না পেলে আমার পৃথিবী অন্ধকার হত। আপনার ভালোবাসা, সমর্থন এবং উৎসাহের জন্য আপনাকে ধন্যবাদ। শুভ শিক্ষক দিবস!