শীতের স্নিগ্ধতায় শীতের সকাল …শীতে কাঁপে অজয়ের চর
শীতের চাদরে  ঢাকা আমার কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতের সকালে আজি অজয়ের চরে,
বাউলেরা গান গায় একতারা ধরে।
নদীপাড়ে বটতলে মন্দিরের মাঝে,
পুরোহিত করে পূজা শঙ্খ ঘন্টা বাজে।


সোনারোদ পড়ে ঝরে অজয়ের চরে,
যাত্রীদের আনাগোনা সারাদিন ধরে।
বোঝা নিয়ে পার হয় হাটুরের দল,
জল নিতে আসে ঘাটে বধূরা সকল।


শীতের সকালে আজি কনকনে শীত,
নদীঘাটে বটগাছে পাখী গায় গীত।
দুইধারে নদীপারে ছোট ছোট গ্রাম,
মাঝে তার জল ধারা বহে অবিরাম।


বেলা পড়ে আসে যবে অজয়ের ঘাটে,
দিবা অবসান হলে রবি বসে পাটে।
সাঁঝের আঁধার নামে অজয়ের চরে,
লিখিল লক্ষ্মণ কবি ছন্দে মন ভরে।