জানিনা কেমনে আকাশের কোণে
পূবে দিবাকর ওঠে,
জানিনা কেমনে কুসুম কাননে
ফুলকলি সব ফোটে।


জানিনা কেমনে পলাশের বনে
রঙ ছড়ায় ফাগুন,
মধু আহরণে আসে অলিগণে
সদা করে গুন গুন।


জানিনা কেমনে দিবা অবসানে
সূর্য ডুবে অস্তরাগে,
জানিনা কেমনে সুনীল গগনে
তারাগুলো রাতে জাগে।


বিধাতার খেলা রচে নব লীলা
রাত্রি কেটে ভোর হয়,
দিবসের শেষে রোজ রাত্রি আসে
স্মৃতি হয়ে শুধু রয়।