সকাল বেলায় রবি ওঠে
লক্ষ্মণ ভাণ্ডারী


সকাল বেলায় রবি ওঠে পূবের আকাশে,
গাছে গাছে পাখী ডাকে সোনা রবি হাসে।
             ফুল ফোটে ফুল বনে,
              আসে ধেয়ে অলিগণে,
ফুলের সৌরভ ছড়ায় সুগন্ধ বাতাসে ভাসে।
নদীঘাটে নৌকাটি বাঁধা গাঁয়ের মাঝি আসে।


বেলা পড়ে আসে শেষে বিকাল বেলায়,
কাঁখে কলসী লয়ে বধূ জল ভরিতে যায়।
            সোনার আলোয় ভরে,
            চারিদিকে সোনা ঝরে,
সোনালি কিরণ রবি নদীর ঘাটে ছড়ায়।
নদীজল ঝলমল আপন বেগে বয়ে যায়।


রবি অস্ত যায় কাঁকন তলার মাঠে,
সাঁঝে আঁধার নামে অজয়ের ঘাটে।
           গগনে তারা ফুটে
           পূর্ণিমার চাঁদ উঠে,
আকাশে শুকতারা জাগে রাত কাটে।
যাত্রী সবে দলে দলে রাঙাপথে হাঁটে।