সমাজের অবিচার
-লক্ষ্মণ ভাণ্ডারী


দিকে দিকে চলে কন্যা ভ্রূণহত্যা
জাগুক এবার দেশ,
জননী জঠরে কন্যা অনাদরে
জঠরেতে হয় শেষ।


পৃথিবীর আলো দেখিল না যারা
দোষ তো তাদের নয়,
বলতো তাহলে জনমের আগে
কন্যা কেন নষ্ট হয়?


লক্ষ্মীসম হয়ে এসেছিলো ভবে
তোমার আপনজন,
ঘাতকের বেশে তুমি অবশেষে
করিবে তারে নিধন?


জগতে এসেছে নতুন বারতা
কন্যা নষ্ট আর নয়,
কন্যা জন্ম দিয়ে জননী হইয়ে
করহ পূণ্য সঞ্চয়।


তুমি যে জনক সেজো না ঘাতক
দুহিতা লক্ষ্মী প্রতিমা,
তারে অবহেলে নিধন করিলে
নাহিক দুখের সীমা।


জনক জননী ভালবেসে তারে
আনো পৃথিবীর বুকে,
কন্যা রূপে তারে করিলে পালন
জীবন কাটিবে সুখে।


এসেছে এবার নব জাগরণ
জেগে ওঠো বঙ্গনারী।
বুকে তুলে নাও কন্যা সন্তানেরে
তব দু-হস্ত প্রসারী।


সূত দুহিতার সম অধিকার
দিতে হবে অধিকার,
কন্যা তবে কেন সহিবে যাতনা
সমাজের অবিচার।


জগতের কাজে নারী আসে আগে
ইতিহাসে খুঁজে পাই,
আজিকার দিনে কন্যা রত্ন বিনে
এ জীবনে সুখ নাই।