সোনা রোদ ঝরে নদীচরে। অজয় নদীর কবিতা
শারদ সংকলন-১৪২৭ (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শারদ প্রভাত বেলা ফুটিল শিউলি মেলা
পূরবে অরুণ রবি উঠে,
অজয়ের নদীচরে সোনাঝরা রোদ ঝরে
দুইধারে কাশফুল ফুটে।


সাদামেঘ দলে দলে আকাশেতে ভেসে চলে
শালিকেরা আসে নদীচরে,
সারি সারি গরুগাড়ি গাঁয়ের সীমানা ছাড়ি
দ্রুত ধায় রাঙাপথ ধরে।


অজয় নদীর বাঁকে বধূরা কলসী কাঁখে
জল নিতে আসে সবে ঘাটে,
নদীর শীতল জলে পাড়ার সকল ছেলে
দুপুরে সাঁতার রোজ কাটে।


নদীচরে পড়ে বেলা দিবসের শেষ খেলা
সূর্য ডুবে পশ্চিমের পানে,
অজয়ের কিনারায় সাঁঝের আঁধার ছায়
চাঁদ উঠে আমের বাগানে।


কল কল ছল ছল বহে নদী অবিরল
মাঝরাতে শেয়ালেরা হাঁকে,
রাত কাটে ভোর হয় শীতল সমীর বয়
রোদ হাসে অজয়ের বাঁকে।