সোনার ভারত ভারতবর্ষ, মোদের পূণ্য জন্মভূমি,
ভারত জননী, তোমায় প্রণমি, পদধূলি তব চুমি।
ভারত সৈনিক, হয়ে নির্ভীক দেখাল বীর-বিক্রম,
বিশ্বের মাঝে জেনেছে সকলে ভারতের পরাক্রম।


ভারতীয় সেনা লড়াই করে রেখেছে জাতির মান,
ভারত এবার জগতের মাঝে পাবে শ্রেষ্ঠ সম্মান।
শত্রুর সম্মুখে করি মোর রণ নই মোরা অক্ষম,
যুদ্ধ বিমান মহা শক্তিমান, দেখাল যে পরাক্রম।


শৌর্য্য বীর্যে ও জ্ঞান গরিমায় ভারত শক্তিমান,
কর্মে মহান মোদের ভারত হয়ে ওঠে মহীয়ান।
দীপ্ত পুলকে ভারতীয় সেনা করে রণ আমরণ,
ভারত এবার জগত সভায় পাবে শ্রেষ্ঠ আসন।


মহা শক্তিমান সে যুদ্ধবিমান ভেঙে হল খান খান,
প্যারাশুট লয়ে বিদেশে নামে অভিনন্দন বর্তমান।
শত্রু ভয়ে ভীত নই মোরা সংগ্রাম করতে জানি,
মানীর মান রেখেছে পাকিস্তান করেনি মানহানি।


বিশ্বের মাঝে মহান এ দেশ পাবে কোথায় তুমি?
ভারত আমার ভারতবর্ষ মোদের জননী জন্মভূমি।
সোনার ভারত ভারতবর্ষ মোদের পবিত্র পূণ্যভূমি,
ভারত জননী, তোমায় প্রণমি, পদধূলি তব চুমি।