শ্রাবণের বাদল ধারা... অজয় নদে এলো বান
কবির কলমে বর্ষার কবিতা (দশম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


শ্রাবণ মাসে বাদলা দিনে
রিমঝিম বৃষ্টি ঝরে,
টুপুর টাপুর বৃষ্টি পড়ে
আজ সারাদিন ধরে।


আকাশ কালো মেঘের থেকে
বাদল ঝরে যখন,
বিজুলি আলো ঝলকি ওঠে
ঘন মেঘের গর্জন।


মাথায় ছাতি দিয়ে ছেলেরা
কাদামাটি পথে চলে,
আদুল গায়ে কেউবা ভিজে
কেউবা লাফায় জলে।


কাজলা দিঘির কালো জলে
মরাল মরালী ভাসে,
শাওন মাসের বাদলা দিনে
পানকৌড়িরাও আসে।


মাঠের চাষী আসছে ফিরে
বাঁশের ছাতি মাথায়,
বাছুরী তার নাইকো হেথা
গাভীটি ভিজে ডাঙায়।


স্রোতের টানে অজয় নদী
দ্রুতবেগে ছুটে চলে,
অজয় নদী দুইকূল তার
ভাসে প্লাবনের জলে।