শ্রাবণের বাদল ধারা... অজয় নদে এলো বান
কবির কলমে বর্ষার কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


শ্রাবণে বাদল ঝরে পথঘাট কাদাময়,
খালবিল নদীমাঠ জলে ভরা জলাশয়।
শানবাঁধা ঘাটখানি ডুবে গেছে বরষায়,
কাদায় পিছল পথ, পথচলা হলো দায়।


অবিরাম বরিষণে নদীতে প্রবল বান,
উত্তাল তরঙ্গে তার শুনি প্লাবনের গান।
কানায় কানায় বান উথাল পাথাল করে,
প্লাবনের নদীজলে দুইকূল ভেঙে পড়ে।  


অবিরাম জল ঝরে, শ্রাবণে বাদল ধারা,
মাতিয়া ছুটিয়া চলে অজয় পাগল পারা।
দূইকুলে কোলাহলে জোয়ারের জল নামে,
নদীবাঁধ ভেঙে যায় তাই জল ঢুকে গ্রামে।


শ্রাবণের বরষায় জল ঝরে অবিরাম,
মুষলধারায় বৃষ্টি জলে ভিজে সারাগ্রাম।