শ্রাবণের বাদল ধারা... অজয় নদে এলো বান
কবির কলমে বর্ষার কবিতা (অষ্টম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


শ্রাবণের কালমেঘে
অঝোর ধারায়,
জল ঝরে অবিরাম
মাঠ ভেসে যায়।


পথেঘাটে জল নামে
পুকুরের পাড়ে,
রাজহাঁস জলে ভিজে
বাঁশগাছ আড়ে।


জলে ভিজে রাঙীগাই
বাছুরী কোথায়?
জলে ভিজে চাষীভাই
দূরে মাঠে যায়।


অজয়ের নদীঘাটে
নাই মাঝি ভাই।
অজয় ছুটিয়া চলে
কূলে কেহ নাই।


শ্রাবণের বারিধারা
ঝরে অবিরাম,
অজয়ের প্লাবনেতে
ভেসে যায় গ্রাম।