শ্রীনিধি (বিবিধ কবিতা)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বাইশের সেপ্টেম্বর পূণ্য শুভক্ষণ,
জন্ম নিল কন্যা এক অপূর্ব গঠন।
শুভ বৃহস্পতিবার প্রভাত সময়,
দশ ঘটিকার পরে কন্যা জন্ম লয়।


তনয়ার ভাগ্যলিপি লিখিলেন বিধি,
পিতা-মাতা নাম তার রাখিল শ্রীনিধি।
অপরূপা মনোহরা পরমা সুন্দরী,
লক্ষ্মীসম থাকে ঘর আলোকিত করি।


শ্রীনিধি নামেতে কন্যা জন্মিল তখন,
ধরাতলে সবাকার প্রফুল্লিত মন।
দিনে দিনে বাড়ে কন্যা মহালক্ষ্মীসম,
শ্রীনিধিকে নিবেদিত উপহার মম।


শ্রীনিধির ভাগ্যলিপি লিখিল বিধাতা,
বিধাতার বরে কবি লিখিল কবিতা।
শ্রীনিধির কাব্য গাথা অপূর্ব কথন
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।