শিউলি ঝরানো সকালে শরতের কবিতা
শারদ সংকলন-১৪২৭ প্রথম পর্ব
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শিউলি ঝরানো শরতের প্রাতে
ফুলকলি ফুটে বনে,
রাশি রাশি কত ফুটেছে বকুল
শরতের আগমনে।


অজয়ের পারে সাদা কাশফুল
মেঘ ভাসে দলে দলে,
রাখালিয়া সুরে বাঁশি বাজে দূরে
সোনা রোদ ঝরে জলে।


মাঠে মাঠে চরে  গরু ও মহিষ
মেঠো পথে কচি ঘাস,
বেণু দাস নামে বাউল গায়ক
এই গাঁয়ে করে বাস।


এ গাঁয়ের শেষে ডোমপাড়া আছে
ঢাকে দেয় ওরা কাঠি,
মহুল তলায় সাঁঝের বেলায়
বাজে ঢোল, ঘুরে লাঠি।


বাজায় ওরাই, পূজার সানাই
ঢাক ঢোল কাঁসি বাজে,
ধূপদীপ জ্বলে সন্ধ্যার আরতি
মনসা মন্দির মাঝে।