শিউলি ঝরানো সকালে শরতের কবিতা
শারদ সংকলন-১৪২৭ সপ্তম পর্ব
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের আগমনে মেঘ গগনে গগনে
পুঞ্জে পুঞ্জে ভেসে চলে যায়,
সাদা মেঘেদের ভেলা সারাদিন করে খেলা
গাছে গাছে পাখি গীত গায়।


ফুটিল টগর কলি শিশিরে সিক্ত শিউলি
মালতী মাধবী চাঁপা বেলি,
বাড়ির বেড়ার ধারে কেয়াফুল সারে সারে
গন্ধরাজ, ফুটেছে চামেলি।


জলাশয়ে খালে বিলে শালুক পাপড়ি মিলে
সরোবরে ফুটেছে কমল,
পূবদিকে রবি উঠে প্রভাতে সৌরভ ছুটে
গুঞ্জরিয়া আসে অলিদল।  


অজয়ের কাশবনে শরতের আগমনে
শালিকেরা নিত্য আসে ঝাঁকে,
ভরে উঠে দুনয়ন শাল পিয়ালের বন
আছে অজয় নদীর বাঁকে।


পূজা এসে গেল ভাই আর তো সময় নাই
আনন্দেতে প্রাণে দেয় সাড়া,
গাঁয়ের মন্দির মাঝে ঢাক ঢোল কাঁসি বাজে
পূজার উত্সবে জাগে পাড়া।