শিউলি ঝরানো সকালে শরতের কবিতা
শারদ সংকলন-১৪২৭ অষ্টম পর্ব
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শিউলি ঝরানো শারদ সকালে
ফুল ফুটে বাগিচায়,
আকাশে বাতাসে সুগন্ধ সুবাসে
পাখি সব গীত গায়।


বিকশিত শত শতদল যত
সরোবরে শোভা দেয়,
ফুটিল কমল আসে অলি দল
ফুলে ফুলে মধু নেয়।


কমল কাননে মধু আহরণে
মত্ত হয় মধুকর,
শালুক ফুটিল পাপড়ি মেলিল
শোভা অতি মনোহর।


বরষার শেষে শারদ দিবসে
উদিল তপন পূবে,
দিবসের শেষে ম্লান হাসি হেসে
পশ্চিমের পানে ডুবে।


সকাল ও সাঁঝে ঢাক ঢোল বাজে
পুলকে হৃদয় নাচে,
পুজোর সানাই শুনিবারে পাই
পুজো এসে গেল কাছে।