শিউলি ঝরানো সকালে শরতের কবিতা
শারদ সংকলন-১৪২৭ নবম পর্ব
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের আগমনে শিউলির বনে বনে
ফুটে সব শিউলির কলি,
প্রভাতে পাখিরা সব তুলে নানা কলরব
গুঞ্জরিয়া আসে যত অলি।


সবুজ ঘাসের পরে শিশিরের বিন্দু ঝরে
সূর্যের আলোয় তারা হাসে,
সকালের সোনাঝরা রোদ্দুর পাগল করা
সাদামেঘ আকাশেতে ভাসে।


ঝোপে কেয়াফুল ফুটে পূবদিকে রবি উঠে
সোনাঝরা রোদ পড়ে ঝরে,
অজয় নদীর পারে কাশফুল সারে সারে
শোভা দেয় অজয়ের চরে।


সবুজ ধানের খেতে মুক্তবায়ু উঠে মেতে
গাভী চরে সবুজ ডাঙায়,
শঙ্খচিল আসে যায় রাঙাপথ সীমানায়
কভু উড়ে আকাশের গায়।


শরতের আগমনী শোনা যায় শঙ্খধ্বনি
ঢাক ঢোল আর বাজে কাঁসি,
পূজা এসে গেল কাছে পুলক হৃদয় নাচে
রাখালিয়া সুরে বাজে বাঁশি।