স্বাধীন ভারত ও  স্বাধীনতার সংগ্রাম
দেশাত্মবোধক কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


স্বর্গের চেয়ে বড় স্বদেশ-ভূমি
ভারতের মৃত্তিকা স্বর্গ আমার,
স্বাধীন ভারত মোর জন্মভূমি
ভারতে পুনঃ আসিব আবার।


মাটিতে আছে বিপ্লবের বীজ
জাগ্রত চেতনা আনে বিপ্লব,
স্বদেশ মোদের এ ভারত-ভূমি
শুনি হেথা বিদ্রোহের কলরব।


বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য,
বিদ্রোহী কবি কাজী নজরুল
বিদ্রোহের বহ্নিশিখায় জ্বলে,
ভারতবর্ষ যে আগুনের ফুল।


বিদ্রোহ মানে বাতাসে বারুদ
সংগ্রাম মানে বাঁচার লড়াই,
পরাধীনতা মানে অভিশাপ
স্বাধীনতা মানে বাঁচতে চাই।


ভারত মোদের মহান দেশ
স্বদেশের মাটি সুখের ঠাঁই,
ধর্ম জাতি ভাষা বিভিন্ন তবু
সকলের সাথে বাঁচতে চাই।