স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম
দেশাত্মবোধক কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ভারতের মাটি পবিত্র খাঁটি
এদেশ আমার জন্মভূমি,
তোমায় স্বাধীন করবো মাগো
দুঃখ করো না মা তুমি।


চল্লিশ কোটি ভারতবাসী আজি
তোমার আশীষ মাগে,
তোমার নামে ও তোমার গানে
আশার আলো জাগে।


দেশের মাটিতে বিদেশী শাসক
ওদের শাসন নাহি মানি,
ভারত সন্তান ভীরু নই মোরা
অস্ত্র ধরতে মোরা জানি।


রুদ্ধ পাষাণের কারাগারে দেখি
শত কয়েদীর চোখে জল,
হাতে পায়ে তাদের বাঁধা বেড়ি
আর পরাধীনতার শৃঙ্খল।


দিকে দিকে জ্বালো বহ্নিশিখা
আর বিদ্রোহের দাবানল,
ঝলসে উঠুক জ্বলেপুড়ে মরুক
অত্যাচারী শাসকের দল।


দিকেদিকে জ্বলুক বিদ্রোহের বহ্নি
জেগে উঠুক আজি মহাকাল,
ত্রিবর্ণ পতাকা উড়ুক আকাশে
আসুক ভারতে নতুন সকাল।