স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম
দেশাত্মবোধক কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


স্বাধীন ভারত স্বাধীন ভারত
নই মোরা পরাধীন,
ভারতবাসীর গর্ব আজিকে
হয়েছি মোরা স্বাধীন।


দেশের মাটিতে বিদেশীরা এসে
কেড়ে নিল স্বাধীনতা,
দুই শত বর্ষ ছিল পরাধীন
মোদের ভারত মাতা।


স্বাধীনতা তরে যারা অকাতরে
প্রাণ দিল বলিদান,
ফাঁসির মঞ্চেতে গেয়েছিল যারা
জীবনের জয়গান।


স্বদেশের তরে করিল সংগ্রাম
অস্ত্র ধরি নিজ হাতে,
হিন্দু মুসলিম হাতে হাত রেখে
যুঝিয়াছে একসাথে।


ত্রিবর্ণ পতাকা উড়িছে গগনে
ভারতবাসীর হর্ষে,
পনেরো আগস্ট পবিত্র দিবস
স্বাধীন ভারতবর্ষে।