স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম
দেশাত্মবোধক কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ঘুমায়ো না আর দেখো চক্ষু মেলি. জেগেছে বিদ্রোহীরা,
আগুন জ্বলুক দিকে দিকে, ভেঙে ফেলো পাষাণ কারা।
দেশের মাটিতে বিদেশী এসে,
শাসন চালায় শাসকের বেশে,
মানি না শাসন, মানবো না মোরা, রক্ত শোষক ওরা।
বিদ্রোহের আগুন জ্বালাও, করবো ওদের ভারত ছাড়া।


জাগ্রত চেতনা ভারতবাসীর হলো আজি অবিচল,
কয়েদীরা কয়, হয়েছে সময় ছিন্ন করো  শৃঙ্খল।
গাও সবাই ভারতের জয়গান,
ছুটে এসো হিন্দু ও মুসলমান।
দেশের শত্রু, জাতির শত্রু ওরা, বিদেশী শাসক দল।
ঘুমায়ো না আর, জেগে ওঠো এবার, দেখাও বাহুবল।


দেশ ছেয়েছে অরাজকতায় ভারতবর্ষ আজি পরাধীন,
জাগ্রত চেতনা আনুক বিপ্লব, হোক ভারতবর্ষ স্বাধীন।
পরাধীন জাতি মানে না শাসন
স্বাধীনতার স্বপ্ন মাতৃ-মুক্তি পন,
রক্তের বিনিময়ে পাবো স্বাধীনতা নই মোরা পরাধীন।
রক্তক্ষয়ী সংগ্রাম দিকে দিকে তাই দেশ হল স্বাধীন।


স্বাধীন ভারতে উড়িছে আজি ত্রিবর্ণ জাতীয় পতাকা,
গেরুয়া সাদা সবুজের মাঝে অশোক চক্রটি আঁকা।
জাতীয় পতাকা উড়িছে গগনে
স্বাধীন ভারতে দুলিছে পবনে,
ভারতবীর্য দেখাব আমরা নই মোরা আজি পরাধীন,
ভারতবাসীর গর্ব আজিকে মাতৃভূমি হয়েছে স্বাধীন।