তুমি প্রভু আমার ভগবান
লক্ষ্মণ ভাণ্ডারী


দয়াল ঠাকুর তুমি প্রভু আমার ভগবান।
অজ্ঞান আঁধার দূর করে প্রভু জ্ঞানের আলো করো দান।
…………………………………….গাহি প্রভু তোমার জয়গান।


তুমি প্রভু চলার পথে দেখিয়ে দাও পথ,
তোমার পথে চলবো আমি নিলাম শপথ।
তোমার নামে ভাসিয়ে তরী গাহি প্রভু তোমার জয়গান।
……………………………………..তুমি প্রভু আমার ভগবান।


দয়াল ঠাকুর তুমি প্রভু আমার ভগবান।
অজ্ঞান আঁধার দূর করে প্রভু জ্ঞানের আলো করো দান।
…………………………………….গাহি প্রভু তোমার জয়গান।


চন্দ্র সূর্য তারা সবে করে তোমার আরতি,
তুমি সৃষ্টি তুমি স্থিতি, তুমি অগতির গতি।
তুমি সত্যের শ্রী হরি, ত্রেতাযুগে হলে প্রভু তুমি শ্রীরাম।
……………………………………..তুমি প্রভু আমার ভগবান।


দয়াল ঠাকুর তুমি প্রভু আমার ভগবান।
অজ্ঞান আঁধার দূর করে প্রভু জ্ঞানের আলো করো দান।
…………………………………….গাহি প্রভু তোমার জয়গান।


তুমি রাম তুমি কৃষ্ণ জগতের সার,
জীবন কারণ তুমি, তুমি মূলাধার।
ওগো প্রভু পরম গুরু, তুমি জ্ঞান অঞ্জন করো প্রভু দান।
…………………………………….গাহি প্রভু তোমার জয়গান।


দয়াল ঠাকুর তুমি প্রভু আমার ভগবান।
অজ্ঞান আঁধার দূর করে প্রভু জ্ঞানের আলো করো দান।
…………………………………….গাহি প্রভু তোমার জয়গান।


জীবনের প্রতিকূলে আসে যদি ঝড়,
তোমার আশীষে বাধা কাটে নিরন্তর।
তুমি প্রভু বিপদভঞ্জন শ্রীমধুসূদন, করো সবার পরিত্রাণ।
……………………………………..তুমি প্রভু আমার ভগবান।


দয়াল ঠাকুর তুমি প্রভু আমার ভগবান।
অজ্ঞান আঁধার দূর করে প্রভু জ্ঞানের আলো করো দান।
…………………………………….গাহি প্রভু তোমার জয়গান।