বয়ে চলে মোহনা যেন শিল্পীর ছবি-
স্বাধীনতায় উঁকি দেয় টকটকে রবি।।

বৃষ্টি মুখর দিনে জমকালো আকাশ-
তিতাসের তীরে আহ!দারুন বাতাস।।

রোদেলা দুপুরে রাখালের হাতে থাকে ,সুরেলা এক বাঁশি-
সত্যিই কি দারুন এই প্রকৃতির হাসি।।