অচেনা বৈশাখে আজ এ ব্যাথার শহর নিস্তব্ধ
হে কবি, তব জন্মদিন আজ হৃদয়ের অলিন্দেই করিলাম
আসিয়া আসন লও ।
বিশ্ব জুড়ি আজ নাহিকো আয়োজন,
নাহি কোনো উপহার, নাহি কোনো ফুলপ্রাঙ্গন
যদিও এক খানি গোলাপ ফুলের মালা
গাঁথিছিলাম লুকায়ে ---
তব চরণে দিবো বলি;
তবুও বিষাক্ত পৃথিবী তারে নষ্ট করিয়াছে হায় ! একেবারে ।


হায় কবি ! আজ বিষাক্ত হাতে তব চরণ ছোঁয়ার
বাসনা নাহি আর;
প্রণাম জানাবার ইচ্ছেতেও মোর ভাইরাস ধরিয়াছে ।
হে কবি, আজ পৃথিবী বিষাক্ত ভীষণ
তাই কেহ সাহস করিনিকো তোমায় ডাকিয়া মিনতি করিতে আর,
দেখেওনিকো তোমার দিকে চাহি ।


হে বিশ্বকবি তবু আমি তোমারে আসিতে দেখিয়াছি
এ পৃথিবীর ব্যাথায় সাঙ্গ দিতে,
কালও নিস্তব্ধ নিস্পলক আঁখিতে দেখিয়াছিলাম জাগি
সূর্য ওঠার কিছু আগে
এই পৃথিবীর শোকে --- কাঁপছে তোমার হৃদয় ।।