এত যে সকাল কাটাই ঘুমে ঘুমে
ভুলে ভুলে বাড়াই পাপের খাতা
আষাঢ়ে বর্ষাজুড়ে বৃষ্টির ঝুমে
ভুলে যাই তাঁরে,তার সৃষ্টির কতকথা


ভালো থাকার নামে জমে যায় কত পাপ
পাপে পাপে বাড়ে দোযখের উত্তাপ
নামাজে প্রভুর দূরত্ব কমাতে গিয়ে  
লৌকিকতা বাড়ায় আরো আরো পাপ


এইযে হেলায় ফেলায় এত এত পাপ জমে
কতটুকু সারাতে গিয়ে কতটুকু কমে
অবহেলায় জমে, কতটুকু জীবনের ঋণ
কেউ জানে না;
জানেন শুধু তিনি আর একলা থাকার দিন


কবিতা: জীবনের ঋণ