উত্তাল সাগর ভাঙার অভ্যাস ভুলে
মাঝে মাঝে বানিয়ে ফেলে দ্বীপ
গড়ে দেয় প্রান্তর,মাঠ, বালুচর
নিজের অজান্তে নিজেই, ভুল পথে ছুটে চলে


আমিও তেমন মাঝে মাঝে নিজেকে ভুলে
তোমাকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ি,
দেয়াল জুড়ে  এঁকে দেই তোমায়,
ভুলে যাই সব অভিযোগ, মানুষ হওয়ার ভুলে