এই সূর্য দহনে পুড়তে থাকে
তেঁতে উঠা চাতকের শরীর,
পুড়েই যায়, বারবার, স্রহসবার
তবুও বাঁচার সাধ পুষে অভিশপ্ত চাতক  
এই আকাশ, নীলের বেদনা ভুলে,
কোন একদিন কেঁদে উঠবে বলে,
ভুলে যায় কবে কার দেওয়া অভিশাপ!


আমি তেমন ঝাঁপসাটে স্মৃতি খুলে
গুনে যাই জেগে থাকা প্রহর
কবে কোনদিন তুমি হারানোর বিজ্ঞপ্তিতে
বিলীন হয়েছিল আমার কবিতার শহর,
তবুও তুমি আসো না,আসই না আর
ক্ষয়ে যায় নীরবে, কপালে আঁকা চুমুর ছাপ