প্রচুর যুক্তিবাদী মানুষ ও মিথ্যে আশায় বুক বাঁধে
কারণে অকারণে যতন করে কাঁদে
কঠিন নাস্তিক ও মায়ের অসুখে বিশ্বাসী হয়ে ওঠে
পথ শিশুর কান্নায় পাথুররে হৃদয়ে ফুল ফুটে
আসলেই দিন শেষে আমরা মানুষেই থেকে যাই
আবেগের সূত্র মেনে একটি চক্রের দিকে ফিরে চলি
আর অদ্ভুত সেই চক্রের নাম ভালোবাসা


কবিতার কালপুরুষ