বেদনার বালুচরে
পলাশ খান


এই পৃথিবীর আলো, হাওয়া, জল,
মেঘেদের দল,
এই আকাশ, সাগর বেলা, রোদ বৃষ্টির খেলা;
সবই আছে আগেরই মতোন,
শুধু তুমি ছিলে, আজ তুমি পাশে নেই.!


কেমন আছো তুমি? ভাল আছো তো?
হৃদয়ের সীমান্তে, বুকের গভীরে
শুনতে কি পাও তুমি? আমার আর্তনাদ!


আমি কি আর জানতাম, বিষাক্ততা আছে,
তোমাকে কাছে পাওয়ার বাসনার মাঝে!
আজ আমি প্রেম হারানো বেদনার বালুচরে
নিশি-দিন বসে
একাকী, নিঃসঙ্গ,পরাজিত বেশে।


পাঁজরের দাঁড় বেয়ে ব‍্যথার জোয়ার নামে অহর্নিশ,
হৃদয়ের গহীনে চলে কবর খুঁড়ার কাজ,
আমার হৃদয়ে আজ অজস্র কবর!
খুঁজি ফিরি আমার অস্তিত্ব,
হাতড়ে বেড়াই 'তুই' নামের খরকুটো।
বেঁচে থাকার শেষ অবলম্বন।।