-----------ক্ষত
পলাশ খান


বুকের গভীরে একটা ক্ষত
দানা বেঁধেছে সঙ্গোপনে
বেড়ে উঠছে সময়ের আলিঙ্গনে।


হাতে হাত রেখে পথ চলা আর হয় না এক সাথে,
বার বার ক্ষত এসে সামনে দাঁড়ায়।
তোমায় ঘিরে ওঠে না আর রামধনু প্রেম,
দিন কাটে না কাঁশ ফুলেদের সাথে
তোমার হাসির সুরে।


এখনও সন্ধ্যা নামে,
এখনো বৃষ্টিতে ভিজে পথ চলি
তবে একাকিনী নির্জন দ্বীপে
ক্লান্তিরা এসে ভর করে বুকজুড়ে।
জেগে উঠে এ মনে কীর্তনখোলার উত্তাল ঢেউ।
নদীর স্রোতের বেগে
আর নিজেকে ভাসাই না,বড় ক্লান্ত লাগে।।


হারিয়ে যাওয়া দিনের কল্পনায় বিভোর রই
যখন তুমি ছিলে শুধুই আমার।
আর ছিলো ঝিরিঝিরি বৃষ্টি ভেজা সন্ধ্যা।
চাঁদনী রাতে আজও নিজের
ইচ্ছের সাথে স্বপ্ন বুনে যাই
তবে একা নিজের নিরবতার সাথে।


প্রতিশ্রুতির নির্মম আঘাতে
হৃদয়টা আজ ক্ষত বিক্ষত
নিজের অজান্তে জলের ধারা বহে,
ক্ষত ভিজে,শুকোয় আবার ভিজে।
অভিমান করে করে আজ
আমি ব্যাথাহীন।
একবুক নিরবতা নির্ঘুম রাত্রী আর ক্ষত
আজ আমার সাথী।