রঙহীন অন্ধকার
পলাশ খাঁন


চোখের সামনে জলন্ত আগুন,
রঙহীন ধোঁয়ার ক্যানভাস.!
হৃদয়ের গভীরে গুমোট অন্ধকার,
তুমি আছো, তুমি পাশে নেই.!!


সারাটা সময় তোমাকে বুকে করে জীবন,
অথচ তুমি আজ অধরা, অস্পষ্ট!
সুনসান চারিপাশ,জোনাকির আলোবিহীন অন্ধকার।


জানালার বুক চিড়ে বৃষ্টির আগমন, সেই অস্পষ্টতায়!
ঘুমহীন চোখে তুমিও কি জেগে আছো এই রাতে?
আজ বুকে নিয়ে ঐ দূ-র আকাশের নগ্নতার ক্রন্দনে?


প্রশ্নের বিপরীতে প্রশ্ন এসে দাঁড়ালে,
এক আঁজলা অন্ধকার মেখে
আমি চোখ বন্ধ করে অন্ধকারে হারিয়ে যাই।
খুঁজে ফিরি অতীত,সুখ,স্মৃতি!