হে নবীন, হে যুবক, হে আমার আগামী প্রজন্ম।
চেয়ে দেখ ফিরে একবার প্রান্তিক মানুষের দিকে,
জীবন ভর বঞ্চনায় ভরা, নিরাভরণ, হৃত দরিদ্র,
অথচ নির্ভিক, নির্ভয়, দেশ মাতৃকার এ সন্তানেরা।
কত বুক ভরা আশা আর শঙ্কাহীন ভরসা নিয়ে
ওরা চেয়ে আছে শুধু তোমাদেরই দিকে।
তোমরাও কি কখনও দেখেছ ভেবে?
কি সেই তাদের অন্তরের সুপ্ত আশা?
কি সেই তাদের শঙ্কাহীন ভরসা?
যা শুধু তোমাদের দ্বারাই ঘটিবে লাঘব।
হে নবীন, হে যুবক, হে আমার আগামী প্রজন্ম।
একবার কান পেতে শুন, প্রান্তিক মানুষের
আজন্ম লালিত কষ্টের চাপে, ক্ষীণ শ্বাসনালী দিয়ে
অতি কষ্টে বের হয়ে আসা দীর্ঘশ্বাস।
কখনো কি দেখেছ তাকিয়ে?
শীতের শীতলতায় সবুজ গাছের পাতা যেরূপ
ধীরে ধীরে শুকিয়ে গাছ থেকে ঝরে যায়,
সেরূপে জীবনবৃক্ষ থেকে ঝড়ে যেতে যাওয়া,
মৃত প্রায়, অস্থিমজ্জাহীন, মুমুর্ষ মা্নুষগুলোর দিকে।
হে নবীন, হে যুবক, হে আমার আগামী প্রজন্ম।
তোমাদের মত তারুন্য দীপ্ত যুবকেরাই পারে,
ঐ মৃত প্রায় মানুষগুলোর জীবন প্রদীপে
আলোর পরশ বোলাতে, অপমৃত্যুর হাত থেকে
আড়াল করে, নবজীবন রস সিঞ্চন করিতে,
তোমাদের মত উষ্ণ রক্তধারী তরুনরাই পারে,
এ ভঙ্গুর সমাজ ভেঙ্গে নতুন সমাজ গড়তে।