আমাদের চারপাশে তোমরা যারা এখনো যুবক,
শিক্ষার বাহনে চড়ে, সামনের শূন্যতাকে ভরে,
তোমরাই গড়বে আমাদের আগামী ভবিষ্যৎ।
তোমরা যারা দেখেছ নদীর বালুকারাশি,
কিন্তু দেখনি আজও সৈকতের বালিয়ারি,
তোমরা যারা দেখেছ আকাশের উচ্চতা,
কিন্তু দেখনি আজও পাতালের গভীরতা,
শিক্ষার বাহনে চড়ে, সামনের শূন্যতাকে ভরে,
তোমরাই গড়বে আমাদের আগামী ভবিষ্যৎ।
আমাদের চারপাশে তোমরা যারা এখনো তরুণ,
তোমরা যারা আমাদের অনাগত স্বপ্নের বাহক,
ধরেছ শক্ত হাতে শিক্ষার রজ্জু কিংবা জ্ঞানের প্রদীপ,
নিয়েছ দৃপ্ত শপথ শিক্ষার উচ্চতাকে ছুঁয়ার,
শিক্ষার বাহনে চড়ে, সামনের শূন্যতাকে ভরে,
তোমরাই গড়বে আমাদের আগামী ভবিষ্যৎ।
আমাদের চারপাশে তোমরা যারা এখনো ছাত্র,
এখনো তোমাদের ধরিতে পারেনি
পথহারা যুবকের কোন বিচ্যুতি,
কিংবা নেশায় বিভোর কোন সহপাঠীর
নেশা গ্রস্থতা, কিংবা কোন মাতালের মাতলামী।
শিক্ষার বাহনে চড়ে, সামনের শূন্যতাকে ভরে,
তোমরাই গড়বে আমাদের আগামী ভবিষ্যৎ।
আমাদের চারপাশে তোমরা যারা অভিজ্ঞতার ঝুলি
এখনো ফাঁপিয়ে রেখেছ, শুন্যতার হাওয়ায় ভরে,
হতাশাকে থেলে, চেষ্টাকে ধরে, পিছুটান ছেড়ে,
হামাগুড়ি দিয়ে এগোতে চেয়েছ, সামনের দিকে,  
বদলাতে চেয়েছ ললাতের লিখন পরিশ্রমে,
শিক্ষার বাহনে চড়ে, সামনের শূন্যতাকে ভরে,
তোমরাই গড়বে আমাদের আগামী ভবিষ্যৎ।